হবিগঞ্জ শহরে জাল-জালিয়াতির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করতে সহযোগিতা করায় এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে ভ্রাম্যমান আদালত। .
জানা যায়, হবিগঞ্জের শহরের কোর্ট মসজিদ মার্কেটে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ড্রাইভিং লাইসেন্স গ্রহীতাদের কাছ থেকে জাল-জালিয়াতি মাধ্যমে অবৈধ পন্থায় কাগজপত্র তৈরি করে দিয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন।.
বিষয়টি আঁচ করতে পেরে ওই মার্কেটে স্থানীয় প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স ইস্যুর নামে সেবাগ্রহীতারদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত গোপনীয় কাগজপত্র জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে নাসিরউদ্দিন নামে ওই ব্যক্তিকে নিয়মিত মামলার জন্য পুলিশে সোপর্দ করা হয়।.
মোবাইল কোর্টটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন, মুঈন খান এলিস ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।. .
ডে-নাইট-নিউজ / উজ্জ্বল আহমেদ হবিগঞ্জ
আপনার মতামত লিখুন: